০১। ক্ষতস্থানে যতদ্রুত সম্ভব প্রচুর
পানি ঢালুন ও ক্ষার যুক্ত সাবান দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলুন।
০২। অ্যান্টিসেপ্টিক বা পভিডন/হাইড্রোজেন পার আয়োডিন লাগিয়ে দিন।
০৩। ক্ষতস্থানটি বেশি নাড়াচাড়া করাবেন না।
০৪। কোন কিছু দিয়ে ঢাকবেন না।
০৫। ক্ষতস্থানে হলুদ গুড়া, ক্রিম জাতিও কোন কিছু, পিতলের থালা, চুন, ঝাল ইত্যাদি কিছুই
লাগাবেন না।
০৬। ক্ষতস্থান আগুনে পোড়াবেন না।
০৭। মাদুলি অথবা জাদুটোনায় ভরসা করবেন না কারণ তাতে কোন ও লাভ হয় না বরং
ক্ষতস্থানের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।
০৮। যতদ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ ডাক্তার, ক্লিনিক বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন।
০২। অ্যান্টিসেপ্টিক বা পভিডন/হাইড্রোজেন পার আয়োডিন লাগিয়ে দিন।
০৩। ক্ষতস্থানটি বেশি নাড়াচাড়া করাবেন না।
০৪। কোন কিছু দিয়ে ঢাকবেন না।
০৫। ক্ষতস্থানে হলুদ গুড়া, ক্রিম জাতিও কোন কিছু, পিতলের থালা, চুন, ঝাল ইত্যাদি কিছুই
লাগাবেন না।
০৬। ক্ষতস্থান আগুনে পোড়াবেন না।
০৭। মাদুলি অথবা জাদুটোনায় ভরসা করবেন না কারণ তাতে কোন ও লাভ হয় না বরং
ক্ষতস্থানের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।
০৮। যতদ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ ডাক্তার, ক্লিনিক বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন।
No comments:
Post a Comment